রাশিফল
কেমন যাবে অক্টোবর মাস?

চন্দ্র মেষে, শুক্র, মঙ্গল ও বৃহস্পতি সিংহে, রবি, রাহু এবং বক্রিবুধ কন্যায়, শনি বৃশ্চিকে, প্লুটো ধনুতে, বক্রি নেপচুন কুম্ভে এবং কেতু ও বক্রি ইউরেনাস মীন রাশিতে অবস্থান করছে। উপরোক্ত গ্রহাবস্থানের ফলে এ বছরের অক্টোবর মাস বাংলাদেশের জন্য মিশ্র সম্ভাবনাময়। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। নানা প্রকার প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও আমন ধানের ভালো ফলন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ব্যাপারে সহায়ক হবে। প্রকৃতি তুলনামূলকভাবে শান্ত থাকার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। সরকারবিরোধীদের আন্দোলন এ মাসে বক্তৃতা-বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবে। বড় ধরনের কোনো রাজনৈতিক গোলযোগের আশঙ্কা নেই বললেই চলে। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা আছে। আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও মর্যাদা বৃদ্ধিকর কিছু ঘটতে পারে। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো থাকবে। নেপাল ও ভুটানের সাথেও সুসম্পর্ক বিদ্যমান থাকবে।
যানবাহন দুর্ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক সহিংসতার ফলে বেশ কিছু প্রাণহানির আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকে এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ক্রীড়াঙ্গনে এ মাসে বাংলাদেশ যথেষ্ট নৈপুণ্য প্রদর্শনে সক্ষম হবে।
শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করতে পারে। শিক্ষক-অধ্যাপকদের আন্দোলন তীব্র হয়ে উঠতে পারে এবং শেষ পর্যন্ত সরকারের সাথে সম্মানজনক সমঝোতার সম্ভাবনা আছে। দেশ এ মাসে দুই বা ততোধিক বরেণ্য ব্যক্তিকে হারাতে পারে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।