রাশিফল
আজ কোরবানি, সাবধান সিংহ!

আজ ১০ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ২৫ সেপ্টেম্বর ২০১৫ এবং ১০ জিলহজ ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৬ ও ৭। শুভবার শুক্র ও সোম। শুভ রত্ন হীরা ও প্রমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি মিতভাষী ও নিজস্ব রীতির অনুসারী। আপনার চিন্তা ও জীবন কোনো ছকবাঁধা পথে চলতে চায় না। ইচ্ছাশক্তির অধিকারী হওয়ায় আপনি বিচিত্র পথে চলতে চান। আপনি আবেগপ্রবণ, আবার চিন্তাশীল। বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল ক্ষমতা আছে আপনার। লাজুক স্বভাবের জন্য সহজে অন্যদের সঙ্গে মিশতে পারেন না। আপনি শান্তিপ্রিয়। নীরবে-নির্জনে একা থাকতেই বেশি আনন্দ পান। এতে ঘনিষ্ঠরা আপনাকে ভুল বুঝতে পারে। আপনাকে কুশলী ও সাহসী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী উইলিয়াম ফকনার, লু সুন, বিষাণ সিং বেদি, ক্রিস্টোফার রিড, বার্বার ওয়াল্টার্স, আরেফিন বাদল, মহিলা কূটনীতিক মাহমুদা হক চৌধুরী এবং ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। রাজনীতির ক্ষেত্রে প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মজীবীদের কর্মপরিবেশ অনুকূল যাবে। আজ অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। শরীর মোটামুটি ভালো থাকবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি শুভ ও সম্ভাবনাময়। আজ কোনো সুসংবাদ পেতে পারেন। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। কর্মপরিবেশ অনুকূল যাবে। দূরের কোথাও ভ্রমণ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে সতর্ক থাকতে হবে। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। রোমান্স শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শরীর ভালো নাও থাকতে পারে। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। শত্রুপক্ষকে আজ দুর্বল ভাবা ঠিক হবে না। রোমান্স শুভ নয়।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। রোমান্স শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আজ গায়ে পড়ে কারো উপকার না করলে ভালো করবেন। অন্যথায় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তথ্যগত জটিলতায় বিভ্রান্তি দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। রোমান্স শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণ যোগ আছে। রোমান্স শুভ নয়।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ ও সম্ভাবনাময়। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কর্মজীবীদের কর্মপরিবেশ অনুকূল যাবে। আজ কারো কাছ থেকে উপহার পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। রোমান্স শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা থাকবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজ কোথাও বেড়াতে যেতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। রোমান্স শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। অযাচিত কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। রোমান্স শুভ নয়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুভ ও সম্ভাবনাময়। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। অর্থপ্রাপ্তি হতে পারে। রোমান্স শুভ।