রাশিফল
বৃষের প্রণয়ে সাফল্য, মীনের বিদেশযাত্রা

আজ ৯ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ এবং ৮ জিলকদ ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৫ ও ৬। গুভ বার বুধ ও শুক্র। শুভ রত্ন হীরা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি রোমান্টিক ও সৃজনশীল। আপনি একাধারে মিশুক ও লাজুক। আপনার উষ্ণ হৃদয় সহজেই আকৃষ্ট হয় বিপরীত লিঙ্গের প্রতি। বন্য প্রাণী ও প্রাকৃতিক পরিবেশের প্রতি আপনার জন্য ক্রান্তিকাল। অনুসন্ধিৎসা ও রোমান্টিক আবেগ আপনাকে পরিবার থেকে দূরে নিয়ে যেতে পারে। বয়স্ক শুভানুধ্যায়ীদের পরামর্শ ছাড়া এ সময় কিছুই করা উচিত নয়।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জাহাজ নির্মাতা উইলিয়াম ফ্রান্সিস গিভস, ননী গোপাল বিশ্বাস, কবি কবিরুল ইসলাম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : ওয়ারিশ সূত্রে অর্থ বা সম্পত্তি পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। কোনো ধরনের লোকসানের সম্মুখীন হতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। বদনাম সম্পর্কে সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : ব্যবসায়িক দিক ভালো যাবে। বিবাদে জড়াতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন (২১ মে-২০ জুন) : ব্যক্তিগত দায়দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। শরীর ভালো যাবে না। শক্রপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। সৃজনশীল কাজে সুফল পেতে পারে। মন ভালো থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) : শিক্ষাসংক্রান্ত বিষয়াদির জন্য সময় অক্ষুণ্ণ থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। নিজের মনোভাব যথাসম্ভব স্পষ্ট করে বোবার চেষ্টা করুন। বিনোদন শুভ। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। প্রাপ্ততথ্যের ওপর নির্ভর করতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রতিশ্রুতি পালন করা সম্ভব হতে পারে। চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পাওনা আদায়ের জন্য তাগাদা দিন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : দিনটি অনুকূলে থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। বিনোদন শুভ। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। শরীর ভালো না যাওয়ার আশঙ্কা আছে। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কাজে সাফল্য আসতে পারে। ট্রেড ইউনিয়ন নেতা-কর্মীদের জন্য সময় অনুকূল থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রাতিষ্ঠানিক কাজে কর্তৃত্ব বজায় থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পাবলিক ‘ইমেজ’ বজায় থাকবে। বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রত্যাশা পূরণ হতে পারে। বিদেশযাত্রার সম্ভাবনা আছে। ধর্মীয় কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। সঙগুরুর সান্নিধ্যে লাভবান হতে পারেন।