ফেসবুকই বলে দেবে আপনি কেমন?

আজকাল ফেসবুকে আমরা আমাদের প্রতি মুহূর্তের খবর আপডেট দেই- কখন কী করছি, কোথায় খাচ্ছি, কোথায় আছি- সবকিছুরই এখন খোঁজ পাওয়া যায় ফেসবুকে। আপনি কী কখনো ভেবে দেখেছেন, আপনার এই স্ট্যাটাসগুলোর কারণেই সবার কাছে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে? বোল্ডস্কাই ওয়েবসাইটের এক প্রতিবেদন কিন্তু এমনটাই বলছে। চলুন, এক নজরে জেনে নিন আপনার ব্যক্তিত্ব কেমন-
আপনার প্রোফাইলে যদি বেশিরভাগই পরিবারের মানুষদের সঙ্গে ছবি থাকে তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আপনি আপনার পরিবারকে অনেক ভালোবাসেন। পরিবারের যেকোনো খুশির খবর, অর্জনের খবর, পারিবারিক অনুষ্ঠানের ছবি এক নিমিষেই আপলোড হয়ে যায় আপনার ফেইসবুকে। এতে এটাই প্রমাণিত হয় আপনি আপনার পরিবারকে নিয়ে অনেক সুখী এবং তাদের সাফল্য ও অর্জনের খুশি আপনি সবার মাঝে ছড়িয়ে দিতে চাইছেন।
সঙ্গীর সঙ্গে আপনার সব মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ কারাটা বুদ্ধিমানের কাজ না। আপনার এই কাজগুলো প্রকাশ করে- আপনি হয়তো প্রমাণ করতে চাচ্ছেন আপনারা অনেক সুখী এবং আপনাদের সম্পর্কটা বেশ ভালো যাচ্ছে। কিন্তু গবেষকরা মনে করেন, এ ধরনের কাজ যাঁরা করেন তাঁরা কম আত্মবিশ্বাসী হন এবং সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন।
ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে আপনার আচরণ এবং বিশ্বাস সম্বন্ধে সহজেই ধারণা পাওয়া সম্ভব। এতে প্রমাণিত হয় যে, আপনি অনেক স্বচ্ছ এবং আপনি যা বলছেন তা বিশ্বাস করেই বলছেন। সেটা রাজনীতি বিষয়ে হোক কিংবা ধর্ম বিষয়ে হোক। সামাজিক মাধ্যম এমন এক জায়গা যেখানে কোনো ধরনের ভয় ছাড়াই আপনি আপনার অনুভূতির কথা নির্দ্বিধায় জানাতে পারছেন। আর এর ফলেই আপনার মনমানসিকতা কেমন তা সহজেই অন্যেরা বুঝতে পারে।
আপনি যদি ফেসবুকে শুধু নিজের সেলফি আপলোড করেন তাহলে এটা খুব সহজেই বোঝা যায় যে, আপনি কতটা আত্মকেন্দ্রিক। আপনি সবাইকে শুধু নিজের সম্বন্ধে জানাতে চান এবং নিজেকে বারবার উপস্থাপন করতে চান। এতে অন্যরা বিরক্ত হলেও আপনি কিন্তু মনে মনে খুশি হচ্ছেন। আর প্রতি মুহূর্তেই নিজেকে আপডেট রাখার চেষ্টা করছেন।
আপনার যখন মন খারাপ তখন কষ্টের কথা লিখছেন আবার যখন মন ভালো তখন আনন্দের কথাও লিখছেন। এমনকি যখন কারো প্রতি রাগ হচ্ছেন তখন অনেক উল্টাপাল্টা কথাও লিখে ফেলছেন। কারো আগ্রহ থাকুক আর নাই থাকুক আপনি কিন্তু নিজের ব্যক্তিগত সব বিষয় সবাইকে জানিয়ে বেড়াচ্ছেন। এতে মানুষ আপনার জীবন সম্বন্ধে সহজেই সবকিছু জেনে ফেলবে।
আপনার কয় কেজি ওজন কমেছে, আপনাকে দেখতে কেমন লাগছে, এমন হাজারটা প্রশ্ন আপনার ছবির সঙ্গে থাকার মানে হলো, আপনি নিজেকে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে আছেন। আপনি চান সবাই আপনার সম্বন্ধে মন্তব্য করুক, আপনাকে উৎসাহ দিক।