একনজরে সপ্তাহের আকর্ষণীয় চাকরিগুলো

গত সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত চাকরির বিজ্ঞাপনগুলো প্রকাশিত হয় এনটিভি অনলাইনের ‘চাকরি চাই’ পাতায়। এর মধ্যে পদসংখ্যা ও বেতনের ভিত্তিতে সেরা চাকরির বিজ্ঞপ্তিগুলো এক নজরে।
দেশসেবায় ক্যাপ্টেন পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে
বাংলাদেশ সেনাবাহিনী আর্মি মেডিকেল কোরে ক্যাপ্টেন পদবিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা
আর্মি মেডিকেল কোরের জন্য এমবিবিএস ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর্মি এডুকেশন কোরের জন্য আবেদন করতে পারবেন মেডিকেল ফিজিক্স থেকে এমএসসি পাস প্রার্থীরা।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বয়স আগামী ২০ জুলাই-২০১৬ তারিখে অনূর্ধ্ব-২৮ বছর হতে হবে। নারীদের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য হলেও শুধু অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞাপনে উল্লেখিত শর্তপূরণ সাপেক্ষে বিবাহিত পুরুষদেরও আবেদনের যোগ্য বিবেচনা করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এক হাজার টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinbangladesharmy.mil.bd) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৫ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
দৈনিক যুগান্তর পত্রিকায় ৬ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে (পৃষ্ঠা-২০) বিজ্ঞাপনটি প্রকাশিত হয়।
মূল বিজ্ঞাপন- bit.ly/1QkKjKI
নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ
বাংলাদেশ নৌবাহিনী ২০১৬-বি ডিইও ব্যাচে সরাসরি কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগ দেবে। এই পদে মোট পাঁচটি শাখায় লোক নেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা
পদার্থবিদ্যা বা গণিত বিষয় অন্তর্ভুক্তিসহ স্নাতক বা পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ফলিত পদার্থ, তড়িৎবিদ্যা, ফলিত রসায়ন, সমুদ্রবিজ্ঞান, নটিক্যাল বিষয়ে স্নাতক পাস পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই শাখায়। আবেদনকারীদের বয়স ১ জুলাই-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা
পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ শাখায় পুরুষ ও নারী প্রার্থীরা নিয়োগ পাবেন। আবেদনকারীদের বয়স ১ জুলাই-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
শিক্ষা শাখা
কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক পাস পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১ জুলাই-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে।
শিক্ষা (বিবিএ বা এমবিএ)
ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং ও ম্যানেজমেন্ট থেকে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১ জুলাই-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে। এ শাখায় পুরুষ ও নারী প্রার্থীরা নিয়োগ পাবেন।
শিক্ষা (মেডিকেল)
চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং ইন্টার্নশিপসহ এমবিবিএস পাস পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের বয়স আগামী ১ জুলাই-২০১৬ তারিখে অনূর্ধ্ব-২৮ বছর হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ৭২০ টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
মূল বিজ্ঞাপন-bit.ly/1S8dcQh
আইএফআইসি ব্যাংকে ৪৫ হাজার টাকার চাকরি, অভিজ্ঞতা নিষ্প্রয়োজন
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
স্নাতকসহ স্নাতকোত্তর, বিবিএ, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, এসিএমএ, এসিএ অথবা এসিসিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে।
কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন। ১৩ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর হলেই আবেদন করা যাবে পদটিতে।
বেতন ও কর্মস্থল
প্রবেশনকালীন বেতন দেওয়া হবে ৪৫ হাজার ১২০ টাকা। এক বছর প্রবেশনকাল শেষে প্রার্থীদের সিনিয়র অফিসার পদে উন্নত করা হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটের (http://career.ificbankbd.com/apply.php?circular_key=2d70cb806e81176a099e...) মাধ্যমে। পদটিতে আবেদন করা যাবে ১৩ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
মূল বিজ্ঞাপন- bit.ly/1nQul3V
বিভিন্ন পদে স্নাতকদের নিয়োগ দেবে সিটি ব্যাংক
দ্য সিটি ব্যাংক লিমিটেড চার ধরনের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার—মার্চেন্ট ইনভেস্টিগেশন, ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট
চার বছর মেয়াদি স্নাতক পাস এবং কমপক্ষে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের বাংলা ও ইংরেজি যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট অফিসে অভিজ্ঞ হতে হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে রাজধানী ঢাকায়।
অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার—চার্জব্যাক অ্যান্ড ডিসপুট ম্যানেজমেন্ট
চার বছর মেয়াদি স্নাতক পাস এবং কমপক্ষে দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। অতিরিক্ত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে মাইক্রোসফট অফিস, অ্যাডবি ফটোশপ ও ইন্টারনেট চালনায় দক্ষতা। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা।
অফিসার টু অ্যাসোসিয়েট ম্যানেজার—ফ্রড ডিটেকশন, ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট
চার বছর মেয়াদি স্নাতক পাস এবং কমপক্ষে এক থেকে পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমবিএ ডিগ্রিধারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য লাগবে মাইক্রোসফট অফিস চালনায় দক্ষতা। ব্যাংকটির ঢাকা অফিসে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
ক্যাশ অফিসার—ব্রাঞ্চেস
ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা দ্য সিটি ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের (https://career.thecitybank.com) মাধ্যমে পদগুলতে আবেদন করতে পারবেন আগামী ১০ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম। মূল বিজ্ঞাপন- bit.ly/1nQutR6
ম্যানেজার পদে লোক নেবে বাংলালিংক
টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক জেনারেল ম্যানেজার-ইডব্লিউ অ্যান্ড বিআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
সিএসই, টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ইডব্লিউ অ্যান্ড বিআই ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে আট থেকে নয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
পদটিতে আবেদন করা যাবে বাংলালিংকের ওয়েবসাইটের (http://banglalink.bdjobs.com/JobApply.asp) মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি-২০১৬।
মূল বিজ্ঞাপন- bit.ly/1nQuzZ1
‘রবি’তে চাকরির সুযোগ
টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড রিজিওনাল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যবসায় প্রশাসন থেকে পাসকারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রার্থীদের সেলস সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করিতে আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের (https://www.linkedin.com/jobs2/view/100495832?refId=fb10e93f-a13d-47c1-9...) মাধ্যমে।
সূত্র : লিংকডইন ডটকম। মূল বিজ্ঞাপন-bit.ly/1UUUE3Q