সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

সমাজসেবা অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকল্প মেয়াদকালীনের জন্য অস্থায়ীভাবে উপসহকারী প্রকৌশলী, হিসাব রক্ষক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে।
উপসহকারী প্রকৌশলী
উপসহকারী প্রকৌশলী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়স ২১ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৫ হাজার ১০০ টাকা।
হিসাব রক্ষক
হিসাব রক্ষক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্যে স্নাতক পাস এবং এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছর হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১২ হাজার ৯৫০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ১১ হাজার ১৫০ টাকা বেতন দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dss.gov.bd) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :