এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ গ্রুপ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ, মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রাথীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নতুনেরাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
কর্মস্থল
সারাদেশ।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সকল প্রকার সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৮ নভেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র: বিডিজবস