অভিজ্ঞতা ছাড়াই বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে এসিআই

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মোটরস। প্রতিষ্ঠানটিতে ‘টেরিটরি ম্যানেজার’ এবং ‘প্রোডাক্ট এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ প্রদান করা হবে।
টেরিটরি ম্যানেজার
যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক থেকে দুই বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মোটরসাইকেল চালনায় সক্ষম হতে হবে। এ ছাড়া দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রোডাক্ট এক্সিকিউটিভ
বিবিএ অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এফপিএম বিষয়ে এমএস ডিগ্রিপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২৪ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-