নতুনদের জন্য নভোএয়ারে চাকরি

নতুনদের জন্য আকর্ষণীয় পদে ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নভোএয়ার। ‘এক্সিকিউটিভ—সেলস অ্যান্ড রিজার্ভেশন’ পদে এই নিয়োগ দেবে এয়ারলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসা প্রশাসন বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় লেখা ও কথা বলায় পারদর্শিতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা ‘নভোএয়ার লিমিটেড, হাউস-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩’। আবেদন করা যাবে ১৯ মে-২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম