স্নাতক পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ (অডিট অ্যান্ড কস্ট কন্ট্রোল)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সিএ কোর্স সম্পন্ন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কস্ট কন্ট্রোল, ইন্টারনাল অডিট সংক্রান্ত বিষয়ে জানাশোনা থাকতে হবে। বিশেষ করে এয়ারলাইন্স ও গ্রুপ অব কোম্পানি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস ও এসএম এক্সেল এর কাজে দক্ষ হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্সুরেন্স, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৯ সেপ্টেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস।