বিভিন্ন জেলায় নিয়োগ দেবে ব্রাদার্স ফার্নিচার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফার্নিচার কোম্পানি ব্রাদার্স ফার্নিচার লিমিটেড। ‘এক্সিকিউটিভ, শোরুম করপোরেট সেলস’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ, শোরুম করপোরেট সেলস
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিএ পাস হতে হবে। প্রার্থীর এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সদ্য স্নাতক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সঙ্গে এফএমসিজি সেলস অ্যান্ড মার্কেটিং, আসবাবপত্র বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ২৫ হতে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, মাদারীপুর, নওগাঁ, রাজশাহী, সাতক্ষীরা, টাঙ্গাইল, কুমিল্লা (লাকসাম), ঢাকা (যাত্রাবাড়ী), কিশোরীগঞ্জ (ভৈরব)।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধিসহ উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস