নিয়োগ দেবে নাদিয়া ফার্নিচার, বেতন ১৫,০০০ টাকা

এক্সিকিউটিভ হিসেবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফার্নিচার কোম্পানি নাদিয়া ফার্নিচার লিমিটেড। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ রিটেইল অ্যান্ড করপোরেট সেলস
পদসংখ্যা
মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ পাস হতে হবে। বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাহকের প্রয়োজন বুঝতে পারা এবং বিক্রয় সুযোগ অনুসন্ধান করার দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২৫ হতে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
সারা দেশ
বেতন-ভাতা
বেতন ১২০০০-১৫০০০ টাকা। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধিসহ উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন করা যাবে ২০ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস