অ্যাকশন এইডে চাকরির সুযোগ, বেতন ৭৭ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। সংস্থাটিতে ‘প্রোগ্রাম অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
প্রোগ্রাম অফিসার (ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টাবিলিটি)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সোশিয়লজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিষয়ে স্নাতক অথবা সমমান পাস প্রাথীরা আবেদন করতে পারবেন। তবে রোহিঙ্গা প্রজেক্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাপ সামলে কাজ করার মানসিকতা থাকতে হবে। ডেটা ম্যানেজমেন্ট ও অফিস অ্যাপ্লিকেশন বিশেষ করে এমএস অফিস সুইটে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
৭৭,৩৯৬/-টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৫ জানুয়ারি, ২০২২।
সূত্র : বিডিজবস