পাথরঘাটায় ডেঙ্গুতে একদিনে চারজনের মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনেই চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাখাল বিশ্বাস অপূর্ব এই তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার বাসিন্দা শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার বাসিন্দা হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার বাসিন্দা সিদ্দিক মোল্লা (৪৫) ও পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার বাসিন্দা নুরজাহান বেগম (৭৫)।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে সিদ্দিক মোল্লা ও হাসান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সিদ্দিক মোল্লার অবস্থার অবনতি হলে তাকে বরিশালে স্থানান্তর করা হয়, কিন্তু স্বজনরা তাকে বরিশালে না নিয়ে এখানেই রেখে দেন। সকালে তার মৃত্যু হয়। অপরদিকে, হাসানকে বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়। বাকি দুজন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রাখাল বিশ্বাস অপূর্ব জানান, বৃষ্টি কমতে শুরু করার পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। হাসপাতালে রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।