ঋতুস্রাবের সমস্যায় চিকিৎসা কী?

ঋতুস্রাবের সমস্যা হলে সাধারণত এর কারণ নির্ণয় করে চিকিৎসা করতে হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৭৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. হাসিনা আফরোজ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : বিভিন্ন বয়সে ঋতুস্রাবের বিভিন্ন সমস্যায় কী কী চিকিৎসা আপনারা করেন?
উত্তর : সব কিছুরই চিকিৎসার সুযোগ আছে। কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। আমাদের বের করতে হবে কী কারণে এটা হচ্ছে। তার যদি গর্ভধারণজনিত সমস্যা হয়ে থাকে বা অ্যাবরশনের সমস্যা হয়ে থাকে। তাহলে প্রথমে মেডিকেল চিকিৎসা আছে সেটি করতে হবে। এরপরও যদি পরিষ্কার না হয়, ডিএনসি করে আমরা নিরাময় করতে পারি। অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারি। আর যদি বড় বড় টিউমার বা ফাইব্রয়েড ইউট্রাস থাকে তাহলে আমরা মায়োমেকটোমি করলাম। আর যার পরিবার পূর্ণ হয়ে যায়, হয় তো তার চল্লিশের ওপর বয়স, ফ্রাইবয়েড আছে, এরও আমরা হিসটেকটোমি করতে পারি। এ ছাড়া নন সার্জিক্যাল কিছু মেডিকেল চিকিৎসাও আছে। একে হরমোনাল চিকিৎসা বলে। নতুন কিছু চিকিৎসা আছে, ইনজেকশন ফর্মে আমরা তাকে দিই। এটা দিয়েও কিছুদিন আমরা চিকিৎসা করতে পারি। ইউট্রাসের সঙ্গে কিছু আর্টারি আছে, এগুলোকে ইম্বোলাইজেশন করে ফাইব্রয়েডের রক্ত চলাচল বন্ধ করে দিই, তাহলে সমস্যা ঠিক হয়ে যায়। আবার যদি পঁয়তাল্লিশের পরে কিছুদিন মেডিকেল চিকিৎসা দিয়ে তার যদি মেনোপোজ পর্যন্ত টানতে পারি, তাহলে এমনিতেই ঠিক হয়ে যায়। এগুলোকে ফলোআপে রাখা উচিত। আর যার কোনোভাবেই কিছু ঠিক হচ্ছে না, তাকে সার্জিক্যাল চিকিৎসায় যেতে হবে।