ঈদের শপিংয়ে শিশুদের না নেওয়াই ভালো

সামনেই ঈদ। অনেক বাবা-মাই হয়তো শিশুকে ঈদের শপিংয়ে নিয়ে যান। তবে ভিড়ের মধ্যে শিশুকে না নেওয়াই ভালো- এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪৩৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. আবিদ হোসেন মোল্লা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ঈদের এই সময়টায় শপিং, কেনাকাটা জন্য বাবা-মা তাঁদের শিশুদের নিয়ে বের হচ্ছেন। একবার গরম, আরেকবার বৃষ্টির মধ্যে হয়তো পড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে?
উত্তর : এখন তো গরমের সময়ই। আমরা যদি চিন্তা করি শপিংয়ে যেতে হবে, দোকানে যেতে হবে। আমার মনে হয় যে এই গরমের ভেতর বাচ্চাদের সঙ্গী না করাই ভালো। ওরা বাড়িতে থাকুক। বাড়িতে খেলাধুলা করুক। ভিড়ের মধ্যে গেলে নানা সমস্যা। তাই এড়িয়ে যাওয়াই ভালো আমার মনে হয়।