চোখের ছানিকে অবহেলা নয়!

সাধারণত প্রবীণ বয়সে চোখের ছানি হয়। এ ছাড়া বিভিন্ন আঘাতজনিত কারণে চোখের ছানি হতে দেখা যায়। চোখের ছানির লক্ষণ কী—এ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪১৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতালের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ছানির লক্ষণগুলো কী?
উত্তর : সাধারণত বয়সজনিত যে ছানি, সেটিতে খুব ধীরে ধীরে মানুষ কম দেখে। অর্থাৎ একজন মানুষ ছানি পড়লেই কম দেখেন না। উনি দুই বছর, তিন বছর, চার বছর পর বুঝতে পারেন চোখে কোনো সমস্যা হচ্ছে। উনি বলেন, ‘আমি কম দেখছি কেন, চোখে ঘোলা দেখছি কেন, আগের মতো হচ্ছে না কেন?’ এটাই স্বাভাবিক। অর্থাৎ ধীরে ধীরে তার দেখাটা কমে যায়। আমরা বলি গ্র্যাজুয়াল ডিমনেস অব ভিশন।
কিন্তু কারো চোখে আঘাত লাগলে বা ডায়াবেটিস হলে খুব দ্রুত ছানি পড়ে যায়। কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে পড়ে যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে ক্ষেত্রে সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
ছানি হলে অনেকে মনে করেন পাকুক। পাকতে পাকতে একসময় যখন দেখব না, তখন যাব। দুর্ভাগ্যবশত অনেক রোগী আসেন আমাদের কাছে। দেখা যায়, শেষ সময়ে আসে। এর মধ্যে অনেক জটিলতা হয়ে গেছে। তাই চিকিৎসাটা যথেষ্ট আগে করা উচিত। যখনই শুরু হচ্ছে সমস্যা, তখনই চিকিৎসকের কাছে যেতে হবে।