গর্ভাবস্থায় বেশি বমি হলে ঝুঁকি কী?

গর্ভাবস্থায় বমি স্বাভাবিক বিষয়। হরমোন বেড়ে যাওয়া, মানসিক কারণ ইত্যাদি গর্ভাবস্থায় বমি হওয়ার জন্য দায়ী। তবে অতিরিক্ত বমি কখনো কখনো ঝুঁকির কারণ হতে পারে। অনেক সময় রোগীকে হাসপাতালে ভর্তি করারও প্রয়োজন পড়ে।
গর্ভাবস্থায় বেশি বমির ঝুঁকির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহেরুন নেসা। বর্তমানে তিনি হলিফ্যামিলি মেডিকেল কলেজের গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় বমি হলে ঝুঁকি কী?
উত্তর : সাধারণত গর্ভাবস্থার প্রথম তিন মাসে বমি হয়। তখন তো মাত্র তিন মাস, মায়ের ক্ষতিই আমরা বেশি দেখি। এই সময় মায়ের যেটি হয়, শরীর থেকে পানি চলে যায়, বমির সঙ্গে অনেক ইলেকট্রোলাইটও চলে যায়; গ্লুকোজ, প্রোটিন যায়। মায়ের শরীরে অনেক ঘাটতি হয় এই সময়। এর জন্য মা পানিশূন্য হয়ে পড়ে। এ ধরনের অবস্থা হয়ে গেলে বাসায় বসে কেবল বমিনাশক ওষুধ আর ডায়েটের কথা বললে হবে না, তখন আমাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে।