বয়োঃসন্ধিতে ভ্যাজাইনাল ডিসচার্জের সমাধানে পুষ্টিকর খাবার খান

বয়োঃসন্ধিকালে ভ্যাজাইনাল ডিসচার্জের সমস্যায় অনেকেই ঘাবড়ে যান। সাধারণত বয়োঃসন্ধিকালে অপুষ্টি থেকে এই সমস্যা হতে পারে। তাই পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭২১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. লুৎফা বেগম লিপি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ভ্যাজাইনায় ইচিং কেন হয়?
উত্তর : যারা সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ১২ থেকে ১৬ ঘণ্টা অফিসে কাজ করছে, সিনথেটিক কাপড় পরছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না, তাদের ক্ষেত্রে সাধারণত ভ্যাজাইনাল ইচিংয়ের সমস্যা বেশি হয়। এগুলো খুব অস্বস্তিকর।
এতে আমাদের নির্দিষ্ট কিছু চিকিৎসা আছে। চিকিৎসা করার আগে আমরা পরীক্ষা করতে দেই। এরপর চিকিৎসা দেই।
প্রশ্ন : বয়ঃসন্ধিকালে অতিরিক্ত ভ্যাজাইনাল ডিসচার্জ বা স্রাব কারণে সমস্যা হওয়ার আশঙ্কা আছে কি?
উত্তর : অনেক সময় দেখা যায় এত তরুণ বয়সে সাধারণত কোনো সমস্যা হয় না। এটি স্বাভাবিক শরীরবৃত্তীয় বিষয়। এরপরও তাদের চিকিৎসকের কাছে আসতে হবে। যাতে কোনো কিছু নেই সেটি অন্তত বোঝা যায়। অপুষ্টিতে যদি ভোগে, তাহলে আয়রন, ভিটামিন ইত্যাদি পুষ্টিকর খাবার খাওয়ালে ঠিক হয়। দেখা যায়, শরীর ভালো হলে, স্রাবের পরিমাণ আস্তে আস্তে কমে যায়।
প্রশ্ন : পলিসিসটিক ওভারি রোগের সঙ্গে কি ভ্যাজাইনাল ডিসচার্জের কোনো সম্পর্ক রয়েছে?
উত্তর : না, সম্পর্ক নেই। এই রোগটি একটু ভিন্ন ধরনের।