ইউটিআই কেন হয়?

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) বা মূত্রতন্ত্রের সংক্রমণ প্রচলিত সমস্যা। এ রোগে নারীরা বেশি ভোগেন। রোগটি কেন হয়, এ বিষয়ে কথা বলেছেন ডা. এম ফখরুল ইসলাম।
ডা. এম ফখরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬২০তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : ইউটিআই কী? কেন নারীরা বেশি আক্রান্ত হয়?
উত্তর : নারীদের গঠনগত কারণে তারা শিকার হয়। কোনো কারণ ছাড়াই।
নারীদের প্রস্রাবের রাস্তা অনেক ছোট। দুই হলো, প্রস্রাবের রাস্তার সঙ্গে পায়খানার রাস্তার দূরত্ব কম। সুতরাং সেখান থেকে এমনি এমনি কিছু সংক্রমণ চলে আসে। মেয়েশিশু থেকে প্রবীণ নারীদের এ সমস্যা হয়।
প্রবীণ বয়সে কিছু হরমোনের পরিবর্তন হয়। হরমোনের পরিবর্তন হলে শুষ্কতা হয়। এতে সংক্রমণ বাড়ে। বিশেষ করে সন্তান যে সময় ধারণ করে, তখন এ-সংক্রান্ত রোগ হতে পারে। বিয়ের পর হানিমুন সিস্টাইটিস হলো খুব প্রচলিত সমস্যা। এতে নারীরাই ভোগে।
বর্তমানের সংক্রমণের যে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে, এটি হলো হেমোরেজিক সিস্টাইটিস। রোগী হয়তো এসে বলল, হঠাৎ করে প্রস্রাবের সঙ্গে প্রচুর রক্ত গেছে, বন্ধ হচ্ছে না। প্রচণ্ড ব্যথা, তলপেট ছিঁড়ে যাচ্ছে। জ্বর অথবা জ্বর নেই।
রক্ত দেখে রোগী অনেক সময় ক্যানসার ভাবে। ভয় পেয়ে যায়। পরীক্ষা করলে দেখা যায়, স্কেরিসিয়া কোলাইয়ের একটি বিশেষ ধরনের কারণে এটি হয়েছে। এটা নিয়ে অনেক দেশই চিন্তিত। কারণ, কীভাবে এই জীবাণু যাচ্ছে, সেটি কেউ জানে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংক্রমণ ছেলেদের হয়, মেয়েদেরও হয়।
এখন কথা হলো, সংক্রমণ হলে কী কী লক্ষণ দেখা দেবে। লোয়ার ট্র্যাক্ট সংক্রমণই হোক বা আপার ট্র্যাক্ট সংক্রমণ—কিছু ক্ষেত্রে কোনো লক্ষণ দেখা যায় না। আবার কিছু হলো দীর্ঘমেয়াদে। একে বলে ক্রনিক ইউটিআই। কারণ, একটা সময় কিডনিটা ছোট হয়ে যায়। রোগী হয়তো টের পায় না।