চ্যাম্পিয়ন মুন্সি আব্দুর রউফ কলেজ ও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো এ কে স্কুল অ্যান্ড কলেজের ডিবেটিং ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) প্রতিযোগিতার শেষ দিনে কলেজ পর্যায়ে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং মিরপুর সরকারি বাংলা কলেজ ডিবেটিং ক্লাব রানার আপ হয়েছে।
স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাব, রানার আপ হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাব।

প্রতিযোগিতার শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে স্কুল অ্যান্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক সহিদুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন এডহক কমিটির সদস্য মাসুদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন এ কে স্কুল অ্যান্ড কলেজ মূল ভবন দিবা শাখার ইনচার্য মোক্তার হোসেন, নতুন ভবন দিবা শাখার ইনচার্য মোবারক হোসেন, মূল ভবন প্রাতঃ শাখার ইনচার্য নাসিমা বেগম প্রমুখ।