চবির নতুন প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এটা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ ১ (এক) বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো। এ আদেশ ২৩ সেপ্টম্বর থেকে কার্যকর হবে। তিনি চবির বর্তমান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মো. হায়দার আরিফের স্থলাভিষিক্ত হবেন।
অপর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে এক বছরের জন্য প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আগামীকাল সোমবার তার মেয়াদ শেষ হবে।