চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ-জমার সময় বাড়ল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত জমা দেওয়া যাবে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
মনির উদ্দিন বলেন, কারও যেন কোনো কষ্ট না থাকে এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সেজন্য শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন বিতরণ ও জমার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে আর কোনো শিডিউল পরিবর্তন করা হবে না।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। সংশোধিত তফসিল অনুসারে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।