ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
জসীম উদ্দিন বলেন, ভোট প্রদান নিয়ে নানা ধরনের শঙ্কা ছিল। ফলে আপনাদের ভোটপ্রদান সহজ করার জন্য আমরা পর্যাপ্ত সংখ্যক বুথ রেখেছিলাম। ফলাফল এর মধ্যে সবাই জেনে গেছেন। এখন আনুষ্ঠানিক ফল ঘোষণার পালা।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।