গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। আমরা চেয়েছি যে, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিব। দেশের গণতন্ত্র, ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও নতুন সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, ২০১৮ সালে নির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েও নিজে ভোট দিতে পারিনি। এরপর ২০২৪ সালের নির্বাচনে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মাঝে। এরপর ছাত্র-জনতার আন্দোলনের মাঝে শেখ হাসিনা তার নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি দেশের একমাত্র দল যারা জনগণের নিরাপত্তা দিতে পারে। তলাবিহীন ঝুড়ি থেকে একমাত্র বিএনপিই পারে দেশের উন্নতি করতে। বিএনপির কাছে গণতন্ত্র নিরাপদ, ভোটাধিকার নিরাপদ, মানবাধিকার নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষকে বিনাবিচারে জেলে যেতে হয় না, আমাদের ভাই-বোনদেরকে গুম হতে হয় না, কাউকে কোন অচেনা জায়গায় তুলে নিয়ে যাওয়া হয় না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে, অর্থনীতি ভালো হয়, যুবকদের চাকরি হয়, ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিকমত করতে পারে, নারীরা নিরাপদ থাকে এবং ওলামা মাশায়েখরা বিএনপি ক্ষমতায় থাকলে ভালো থাকে।
মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির নেতা সিদ্দিকুর রহমান তালুকদার, আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।