ডাকসু নির্বাচন : শেষ বেলায় অলস সময় পার করছেন পোলিং-এজেন্টরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় বাকি আছে আর কিছুক্ষণ। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে অধিকাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় কেন্দ্রগুলোতে দেখা যায়, প্রায় সবগুলো বুথই ফাঁকা। দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে। ফলে অলস সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তারা।
রিটার্নিং কর্মকর্তারা বলছেন, দুপুরের মধ্যেই শিক্ষার্থীরা ভোট প্রদান করে গেছেন। এখন আর তেমন ভোটার দেখা যাচ্ছে না। শেষ মুহূর্তে কয়েকজন আসছেন।
এদিন সকাল ৮ টায় শুরু হয় ভোট গ্রহণ। যা চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। যা সরাসরি দেখা যাবে প্রতিটি কেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি জায়ান্ট স্ক্রিনে।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন।