প্রাণ হারানো সাংবাদিককে স্মরণ করলেন সাদিক কায়েম

সাদিক কায়েম মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া চ্যানেলে এস এর সংবাদকর্মী তারিকুল ইসলামের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য শুরুর আগে সাদিক কায়েম প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন।
সাদিক কায়েম বলেন, আমরা প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং দোয়া করছি—আজকে একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের সাংবাদিক বন্ধুকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন-যুক্ত করেন তিনি।