বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের লাইন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর হাসিমুখে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শতশত শিক্ষার্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটের লাইনও।
যারা ভোট দিয়েছেন; ভোটকেন্দ্র থেকে বের হয়ে অনেকে জানালেন বহু প্রতীক্ষিত এই সুযোগ তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।
সরেজমিনে দেখা যায়, টিএসসির ভোটকেন্দ্রের ভোটারদের লাইন কাফেটেরিয়া হয়ে টিএসসি মাঠের বাইরে চলে গেছে।

একই অবস্থা উদয়ন স্কুল কেন্দ্রেও। স্কুল ভবনের ভেতর থেকে লাইন শুরু করে বাইরে চলে গেছে। একই অবস্থা অন্যান্য কেন্দ্রগুলোতেও।