জাবির বহিষ্কৃত সহকারী অধ্যাপক জনি গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (২২ আগস্ট) ভোরে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জনি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি জনি। মামলাটি সাভার মডেল থানায় দায়ের করা হয়। জুলাই আন্দোলনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এনটিভি অনলাইনকে বলেন, জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। আমরা আজকে তাকে কোর্টে চালান করেছি। বিচারকের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেছি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হন অধ্যাপক মাহমুদুর রহমান জনি।