জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১৭ আগস্ট) রাত আটটায় অনুষ্ঠিত জাকসু নির্বাচন কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেক শিক্ষার্থীই আমাদের কাছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে তারা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বৃদ্ধি করেছেন। যেহেতু বুধবার সরকারি ছুটি রয়েছে, তাই বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।