৬৩৫ এ প্লাস নিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৪.৬৪

রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৫২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪৪২ জন। নজড়কাড়া সাফল্যে তাদের পাসের হার ৯৪.৬৪। এছাড়া জিপিএ ফাইভ (এ প্লাস) পেয়েছে ৬৩৫ জন শিক্ষার্থী।
এর মধ্যে কেবল বিজ্ঞান বিভাগ থেকেই ৬১৯ জন এ প্লাস পেয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ ও মানবিক বিভাগ থেকে ৫ জন এ প্লাস পায়। ইংলিশ ভার্সন থেকে পরীক্ষায় অবতীর্ণ ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৭২ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। এ বছর এ প্রতিষ্ঠান থেকে মেয়েদের অপেক্ষা ছেলেরাই বেশি এ প্লাস পেয়েছে।
শিক্ষার্থীদের এমন সাফল্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা বিগত সময়ের চেয়ে কঠিন ও ব্যতিক্রম ছিলো। কেবল মেধাবী শিক্ষার্থীরাই এ বছরের এসএসসি পরীক্ষায় ভালো করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা বিগত সাফল্যের ধারায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের ট্রমা অনেক শিক্ষার্থীকে নিদারুণভাবে প্রভাবিত করায় খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সব শিক্ষার্থী এ বছর পরীক্ষায় ভালো করতে পারেনি, এই কথা গোটা বাংলাদেশের জন্য প্রযোজ্য।
বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থী মো. তানভীর আহমেদ আবেগ আপ্লুত হয়ে বলেছে, অনেক ভয় ছিল মনে তবুও মনের মতো ফল অর্জন করতে পেরেছি, আমি এ প্লাস পেয়েছি। আমার এ চমৎকার ফল অর্জনের পেছনে সম্মানিত প্রিন্সিপাল স্যারের উৎসাহ ও শিক্ষকদের নিরলস চেষ্টা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।
এ প্লাসপ্রাপ্ত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার মেয়ে ইফফাত রিজিয়া সানি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ প্লাস পেয়েছে। বড় কথা হচ্ছে এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অকৃত্রিমভাবে যত্ন করে, তাদের লক্ষ্যে পৌঁছে দেয়।