দায়িত্বে অবহেলা, জাবি ছাত্রদলের ১৫ নেতা অব্যাহতি

দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান করেছে কেন্দ্রীয় সংসদ। আজ শুক্রবার (৪ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন—যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ ও নাসির উদ্দিন মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, বিশ্ববিদ্যালয়ের শাখা আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই তারা সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় ছিল। বিশেষ করে গত ছয়-সাত মাসে তারা আমাদের সংগঠনের কোনো কাজেই সক্রিয় ছিল না। তাদের এই নিষ্ক্রিয়তার কারণেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাদেরকে অব্যাহতি দিয়েছে।