ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান, আটক ২৩

ঢাকা কলেজের ছাত্রাবাস থেকে পুলিশের অভিযানে বহিরাগতসহ ২৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ছাত্র ১৩ জন। আজ মঙ্গলবার সকালে পুলিশ আটকের বিষয়টি জানিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমসি) ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার রুহুল আমিন জানান, নিউমার্কেট থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন বহিরাগত। এ ছাড়া ১৩ ছাত্রের কারো ছাত্রাবাসে থাকার অনুমতি ছিল না। তিনি জানান, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ অভিযান চালানো হয় কি না জানতে চাইলে রুহুল আমিন তা অস্বীকার করেন। তবে তিনি বলেন, এটা পূর্বপরিকল্পিত অভিযান।