রাবির এপিইই বিভাগকে ইইই করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ অন্তর্ভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধনে এপিইই বিভাগের শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৌশলী অনুষদের অন্তর্ভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে দুটি ভিন্ন বিভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এপিইইকেই ইইই করা হয়েছে। কোনো বিশ্ববিদ্যালয়েই এপিইই ও ইইইকে আলাদা করে পড়ানো হয় না। দুটি বিভাগের সিলেবাস মূলত একই ধরনের। আলাদা করে ইইই খোলার কোনো যৌক্তিকতা নেই। তাই এপিইই বিভাগকেই ইইই করা হোক।’
বক্তারা আরো বলেন, ‘আমাদের দাবি আদায়ের কর্মসূচি হিসেবে আমরা আগামীকাল থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকব। তবে ল্যাব চালু থাকবে।’
মানববন্ধনে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার এহশাদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ওমর ফারুক, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবুল কালাম আজাদ, তানভীর আহমেদ জীম এবং দ্বিতীয় বর্ষের মাসুদুর রহমান।
এপিইই বিভাগে গিয়ে ও মুঠোফোনে চেষ্টা করা হলেও সভাপতি ড. মো. মামুনুর রশিদ তালুকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বিভাগের অধ্যাপক ড. মো. মোজাফফর হোসেন বলেন, ‘আমরা বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে শিক্ষকরা বসে আলাপ-আলোচনা করেছি। আসলে ওরা অনেক ছোট। অনেক বিষয়ে সীমাবদ্ধতার কারণে হয়তো ঠিক কী করতে চাই তারা সেটা না বুঝেই বিক্ষোভ করছে। আগামীকাল শিক্ষকরা ওদের সঙ্গে বসবেন। ওদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’