রাবিতে বায়োইনফরমেটিক্স বিষয়ে প্রশিক্ষণ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগে বায়োইনফরমেটিক্স বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট অব বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মো. রিপতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, বিজ্ঞান অনুষদের ডিন মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অতীতের তুলনায় ভৌত অবকাঠামোর অনেক উন্নতি হয়েছে। এখন গুণগত মান ও উদ্ভাবনী ক্ষমতা নিশ্চিত করা অত্যাবশক। এই প্রশিক্ষণ সম্পন্ন হলে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা দক্ষতা বিশেষ করে আহরিত তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ ও যথাযথভাবে উপস্থাপন আরো পদ্ধতিগত ও বিজ্ঞানসম্মত হবে।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৬০ জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নিচ্ছেন। পরিসংখ্যান বিভাগে বাস্তবায়নাধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।