জাবিতে হিম উৎসব শুরু

‘রুপান্তরের যাত্রাপথে শেকড় হোক সঙ্গী’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিনব্যাপী হিম উৎসব শুরু হয়েছে আজ। বর্ণিল আয়োজনে শীতকে বরণ করে নিতে এ আয়োজন করেছে ‘পরম্পরায় আমরা’ নামের সাংস্কৃতিক সংগঠন।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে লোকসঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ, চিত্রপ্রদর্শনী, কবিগান, নৃত্যানুষ্ঠান ও লাঠিখেলাসহ নানা আয়োজন নিয়ে এবারের হিম উৎসব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
উৎসবের প্রথম দিনে বিকেলে ‘নৃত্যনৈবেদ্য’ নৃত্যানুষ্ঠান ও রাতে মুক্তিযোদ্ধা চত্বরে ‘আওয়াজ’ (বহুস্বরের গান) পরিবেশিত হবে। দ্বিতীয় দিনে (২৫ জানুয়ারি ) মুক্তিযোদ্ধা চত্বরে বিকেলে লাঠিখেলা, সন্ধ্যায় কবিগানের আসর এবং দিনব্যাপী পারফরম্যান্স আর্ট পরিবেশিত হবে।
উৎসবের শেষ দিন (২৬ জানুয়ারি ) সকালে চারুকলা বিভাগের বর্ধিত অংশে ‘দৃশ্যত’ নামক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। দুপুরে পরিবেশিত হবে ‘তাই জানাই গানে’ শিরোনামের সঙ্গীতানুষ্ঠান। শেষুদিনে সন্ধ্যায় ছবি চত্বরে অনুষ্ঠিত হবে ভাব সংগীতের আসর ‘কোথায় পাবো তারে’। এছাড়াও অনুষ্ঠানের তিনদিন জুড়ে জহির রায়হান মিলনায়তন সংলগ্ন পুকুরপাড়ে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৫ সালের ডিসেম্বরে সামাজিক সংগঠন ‘পরম্পরায় আমরা’ প্রতিষ্ঠা করেন। সংগঠনের উদ্যোগে এর আগে দুইবার হিম উৎসব আয়োজন করা হয়।