আইসিএসবি’র ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে আইসিএসবি-এর সেক্রেটারী ইন চার্জ জনাব মো. শামিবুর রহমান এফসিএস উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানান।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জনাব এম. নাসিমুল হাই এফসিএস সভায় সভাপতিত্ব করেন এবং তিনি ২০২৪ সালের কাউন্সিল রিপোর্ট উপস্থাপন করেন। তাঁর বক্তৃতায় প্রেসিডেন্ট আইসিএসবি-এর ধারাবাহিক কার্যক্রম, অর্জন এবং সাফল্য তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১১তম কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স জাতীয় পুরস্কার ২০২৩ অর্জন।
চার্টার্ড সেক্রেটারী পেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম আয়োজন।
নতুন ওয়েবসাইট উন্মোচন এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)-এর বাস্তবায়ন।
বিভিন্ন সংস্থার সাথে সমঝোতা-স্মারক স্বাক্ষর।
চট্টগ্রাম শাখার উদ্বোধন।
আফতাবনগরে জমির মামলার রায় আইসিএসবি-এর অনুকূলে প্রাপ্তি।
তিনি ইনস্টিটিউটের উন্নয়নের লক্ষ্যে মূল্যবান পরামর্শ ও সার্বিক সহযোগিতার জন্য সদস্যদের ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন এবং বর্তমান কাউন্সিলের অধীনে ইনস্টিটিউটের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মন্তব্য করেন যে, বর্তমান কাউন্সিল প্রতিশ্রুত লক্ষ্যসমূহ অর্জনের জন্য এবং ইনস্টিটিউটকে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিণত করার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইনস্টিটিউটের ট্রেজারার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এফসিএস সভায় ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পেশ করেন। পরে উপস্থিত সদস্যবৃন্দ ইনস্টিটিউটের কাউন্সিল রিপোর্ট এবং আর্থিক বিবরণী অনুমোদন করেন। পরবর্তীতে, ‘একনাবিন চার্টার্ড একাউন্টেন্টস’ ফার্মকে ২০২৫ সালের বহিঃহিসাবনিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
উক্ত সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মাদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, ভাইস প্রেসিডেন্ট জনাব এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্যবৃন্দ, ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া, এজিএম-এ উপস্থিত ছিলেন: জনাব মোঃ শামিবুর রহমান এফসিএস, জনাব মোঃ শরীফ হাসান এফসিএস, জনাব আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস, জনাব মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস, জনাব এম নূরুল আলম এফসিএস, জনাব মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস, জনাব এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, জনাব এম. নাসিমুল হাই এফসিএস, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এফসিএস, জনাব মোহাম্মদ আসাদউল্লাহ এফসিএস, জনাব এস,এম, শাফায়েত হোসেন, জনাব মোঃ আজিজুর রহমান এফসিএস, জনাব সেলিম আহমেদ এফসিএস, জনাব অলি কামাল এফসিএস এবং জনাব এ.কে.এম. নুরুন্নবী কবির।