স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ

টানা আট দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে দুই দফা বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৮৯ টাকা বেড়ে এক লাখ ৯১ হাজার ১৯৬ টাকায় বিক্রি হবে। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।
আজ সোমবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ২৮ হাজার ৪৭৯ টাকায় বিক্রি হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।