অধিক সিআরএ হওয়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে ব্যাংক খাত : কবির হাসান

ঝুঁকি মূল্যায়ন কেন্দ্র করে অধিক সংখ্যক ক্রেডিট রেটিং এজেন্সি (সিআরএ) গড়ে ওঠায় ব্যাংক খাত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন আমেরিকার নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কবির হাসান। তিনি বলেন, দেশের ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা সমর্থন করার জন্য মানহীন রেটিং এই খাতের জন্য খুবই বিপজ্জনক।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নিকুঞ্জ ডিএসই ভবনে কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে ‘কি নোট’ প্রেজেন্টেশনে তিনি এ কথা বলেন। সেমিনারের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সেমিনারের সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
ভারতে ২টি, মালয়েশিয়ায় ২টি, চীনে ৩টি, কোরিয়ায় ৩টি এবং থাইল্যান্ডের ২টি ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে জানিয়ে প্রেজেন্টেশনে এম কবির হাসান জানান, বাংলাদেশ তুলনামূলক ছোট অর্থনীতির দেশ। তবুও এখানে আটটি ক্রেডিট রেটিং এজেন্সি আছে। এতো বেশি ক্রেডিট রেটিং এজেন্সি বিশ্বের অন্য কোনো দেশে নেই।
অধিক সংখ্যক হওয়ায় এজেন্সিগুলো তাদের টিকে রাখতে ব্যাংকগুলোর সঙ্গে আপস করেছে জানিয়ে এম কবির হাসান বলেন, এতে সিআরএ ব্যাংকগুলোর গুণমান ও মূল্য উভয় ক্ষেত্রেই যথার্থতা নির্ণয়ে ব্যর্থ হয়েছে। বিপরীতে ব্যাংকগুলো মানহীন রেটিং থাকা সত্ত্বেও উচ্চতর রেটিং দেখিয়ে সুবিধা নিয়েছে।
২০০৪-২০০৫ সালে বাংলাদেশে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এবং ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এই দুটি রেটিং এজেন্সি ক্রেডিট রেটিং নির্ণয়ের কাজ করত জানিয়ে এম কবির হাসান বলেন, পরে বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতে ‘ব্যাসল-২’ চালু করার ক্ষেত্রে আরও কতগুলো ক্রেডিট রেটিং এজেন্সিকে লাইসেন্স দেওয়ার জন্য বিএসইসির কাছে আবেদন জানায়। পরে আরও ৬টি ক্রেডিট রেটিং এজেন্সি অনুমোদন পেয়ে রেটিং নির্ণয়ের কাজ শুরু করে। তখন কোনো প্রকার বাজার সমীক্ষা ছাড়াই এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর না দিয়েই ওই রেটিং এজেন্সিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল। ব্যাংক খাতকে বাঁচাতে এবং বন্ড বাজারের জন্য মান নির্ধারণের পথ সহজ করতে রেটিং এজেন্সিগুলোর সমস্যা দ্রুত সমাধানে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার আহবান জানান এ অধ্যাপক।