সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য সর্বনিম্ন রেটে জামানতবিহীন ঋণ সুবিধা চালু করল ব্র্যাক ব্যাংক

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই দেশের সবচেয়ে কম হারে ঋণসুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে শুরু হয়েছে ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ নামের বিশেষ প্রচারাভিযান। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ সুবিধার আওতায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উদ্যোক্তারা ১৩ দশমিক ৭৫ শতাংশ হারে জামানতবিহীন ঋণ পাবেন।
ব্যাংকটি জানিয়েছে, সিএমএসএমই খাতে বর্তমানে এটিই সবচেয়ে কম সুদের হার। এই উদ্যোগকে প্রান্তিক ব্যবসায়ীদের উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে ব্র্যাক ব্যাংক।
রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করতে এই নতুন ঋণসুবিধা চালু করা হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ও উদ্যোক্তাদের বিকাশে কাজ করছে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ বছরে ২০ লাখের বেশি উদ্যোক্তাকে সেবা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এসএমই খাতে ব্যাংকটি ২ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যার মাধ্যমে এরই মধ্যে ২ কোটির বেশি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
প্রান্তিক উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এই ক্যাম্পেইনের আওতায় নতুন দুটি ঋণ পণ্য চালু করেছে ব্যাংকটি। এগুলো হলো— প্রবর্তন ও বিজপে।
‘প্রবর্তন’ পণ্যটি মূলত ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা প্রচলিত ব্যাংকিং কাঠামোর বাইরে থাকেন। এই ঋণ তাদের ব্যবসায় বাড়তি সহায়তা দেবে। অন্যদিকে, ‘বিজপে’ হলো একটি প্রযুক্তিনির্ভর লেনদেন প্ল্যাটফর্ম, যা বড় ও একাধিক লেনদেন একসঙ্গে করার সুযোগ দেবে। এতে সময় ও খরচ কমবে এবং শাখায় যাওয়ার প্রয়োজনও কমে যাবে।
ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, আমাদের লক্ষ্য হলো দেশের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে সহায়তা করা। জামানত ছাড়া সেরা হারে ঋণ এবং প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্য দিতে পেরে আমরা গর্বিত। ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’— এই প্রতিশ্রুতি আমরা আবারো পুনর্ব্যক্ত করছি।