রাজস্ব ক্ষতি নিরূপণে ৯ সদস্যের কমিটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন কারণে রাজস্ব আহরণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নিরূপণে ৯ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। বুধবার (১৬ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব রেদোয়ান আহমদের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যরা হলেন— অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে আহ্বায়ক ও উপসচিবকে (প্রশাসন-১) সদস্য সচিব করে অর্থ, বাণিজ্য, শিল্প, নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি ও এনবিআর, বিজিএমই, এফবিসিসিআইয়ের একজন প্রতিনিধি।
কমিটিকে এনবিআরের আন্দোলনের কারণে সরকারি রাজস্ব আহরণে কী ধরনের ব্যাঘাত ঘটেছে ও এর ফলে সামগ্রিক অর্থনীতিতে কতটা প্রভাব পড়েছে, তার বিস্তারিত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চিঠিতে কমিটিকে ৩০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।