স্মল ক্যাপ বোর্ড গঠনে উদ্যোগ নিচ্ছে বিএসইসি

পুঁজিবাজারে স্বল্প মূলধনের প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তির জন্য একটি পৃথক বোর্ড ‘স্মল ক্যাপ বোর্ড’ গঠনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশন।
গতকাল সোমবার বিকেলে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেনসহ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়ার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় বিএসইসির পক্ষ এ কথা জানানো হয়। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেটে ডিএসইর প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ, পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো, তথ্য প্রচার, বিও হিসাব খোলা, ডিএসই-মোবাইল সিস্টেমে ট্রেডিংয়ের জন্য রেজিস্ট্রেশনসহ অন্যান্য সেবা দেওয়ার জন্য ব্রোকারেজ হাউসের মোবাইল বুথ বা সেবাকেন্দ্র চালু, কোম্পানি সম্পর্কে সহজে তথ্য পাওয়ার জন্য প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাস্টমার সার্ভিস সাপোর্ট ডেস্ক চালু, ফ্রি মার্জিন লিমিটেডের বিষয় ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
শেয়ারবাজারকে স্থিতিশীল ও বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইর দেওয়া এসব প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বিএসইসি।
এ ছাড়া শিগগিরই ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি গঠন ও এ-সংক্রান্ত আইনের খসড়া প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও বিএসইসির পক্ষ থেকে জানানো হয়।
বিএসইসি কর্তৃপক্ষ জানায়, পুঁজিবাজারে স্বল্প মূলধনের প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন ও তালিকাভুক্তির জন্য একটি পৃথক বোর্ড, অর্থাৎ স্মল ক্যাপ বোর্ড গঠন এবং পুঁজিবাজারে নতুন পণ্য এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, মো. এ সালাম সিকদার, অধ্যাপক ড. স্বপন কুমার বালা, ডিএসই চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া প্রমুখ।