শেয়ারবাজারে সূচকে মিশ্রভাব, লেনদেন কমেছে

দেশের শেয়ারবাজারে আজ রোববার মিশ্রভাব দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই মূল্যসূচকের পয়েন্ট বেড়েছে, একটির কমেছে। আর লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ভাব দেখা গেছে।
এদিকে আজ ওষুধ ও রসায়ন খাতের বেশির ভাগ শেয়ারের দাম বেড়ে। বস্ত্র খাতের শেয়ারের দামও বেড়েছে। তবে অন্য খাতগুলোয় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। মূলত প্রান্তিকের শেয়ারপ্রতি আয় ও সম্পদমূল্য বিবেচনায় নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন বিনিয়োগকারীরা।
ডিএসইতে আজ ৩১৫টি কোম্পানির নয় কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৫৯৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩২৫ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ৪৭ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১.৬১ পয়েন্ট বেড়ে ৪৬৪৯.২৮, ডিএস-৩০ মূল্যসূচক ০.৩৪ পয়েন্ট কমে ১৭৬২.২১ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৩.২৩ পয়েন্ট কমে ১১১৬.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ ২৯ কোটি ২৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা কম। লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আমান ফিড, সিভিও পিআরএল, কেডিএস অ্যাকসেসরিজ, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিএনএ টেক্সটাইল, এসপিসিএল, ইফাদ অটোস ও বিএসআরএম স্টিল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, মাইডাস ফাইন্যান্স, রহিমা ফুড, দেশ গার্মেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, হাক্কানী পাল্প, দেশবন্ধু পলিমার, পদ্মা লাইফ ও কেঅ্যান্ডকিউ।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : ইস্টার্ন হাউজিং, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস, গ্রিন ডেল্টা লাইফ, এফবিএফআইএফ, কেডিএস অ্যাকিসেসরিজ, ডেসকো, জাহিন স্পিনিং, বিএসআরএম লিমিটেড, পঞ্চম আইসিবি ও ফার কেমিক্যাল।