সূচক বাড়াতে নেতৃত্বে বস্ত্র খাত

দেশের শেয়ারবাজারে আজ মঙ্গলবার সূচক ও লেনদেন বাড়াতে বড় ভূমিকা রেখেছে বস্ত্র খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এ খাতের ৪১টি কোম্পানির মধ্যে ৩২টির দাম বেড়েছে, ছয়টির দাম কমেছে ও তিনটির দাম অপরিবর্তিত ছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ খাতের শেয়ারের দাম বেড়েছে আজ।
বাজার-সংশ্লিষ্টদের মতে, দেশে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে ইতিবাচক খবর থাকায় বস্ত্র খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
ডিএসইতে আজ ৩১৯টি কোম্পানির নয় কোটি পাঁচ লাখ ২৪ হাজার ৯৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৩৯ কোটি ১৬ লাখ ১৩ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি ৩৫ লাখ ৯৫ টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৩.০১ পয়েন্ট বেড়ে ৪৬৫৭.৬৫, ডিএস-৩০ মূল্যসূচক ৩.৪৬ পয়েন্ট বেড়ে ১৭৬৬.৮৫ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৬.৯৮ পয়েন্ট বেড়ে ১১১৫.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ ২৯ কোটি ৮৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৫ লাখ ৫০ হাজার টাকা বেশি। লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন, জাহিন স্পিনিং, ইউনাইটেড পাওয়ার, সিএনএ টেক্সটাইল ও এমারাল্ড অয়েল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : শাহজিবাজার পাওয়ার, কেডিএস অ্যাকসেসরিজ, ফারইস্ট নিটিং, শাশা ডেনিমস, আমান ফিড, স্ট্যান্ডার্ড সিরামিকস, সিএনএ টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইবনে সিনা ও আলহাজ টেক্সটাইল।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : তৃতীয় আইসিবি, মাইডাস ফাইন্যান্স, রহিমা ফুড, সমতা লেদার, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্পস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স ও আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড।