সব শেয়ার বেচবেন ইবনে সিনার উদ্যোক্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ইবনে সিনার উদ্যোক্তা ড. মো. মুস্তফা কামাল তাঁর হাতে থাকা এই কোম্পানির সব শেয়ার বেচবেন। তাঁদের কাছে রয়েছে ১৪ হাজার ৯৬৮টি শেয়ার। ২৯ অক্টোবরের মধ্যে বাজার দামে এসব শেয়ার বিক্রি করা হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত দুই বছরের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৮৭ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১৭৭ টাকা ২০ পয়সা। গত এক মাসে এর সর্বনিম্ন দাম ছিল ১৫৭ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ১৭৭ টাকা ২০ পয়সা।
সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৩৪ দশমিক শূন্য ২।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য এ কোম্পানির পক্ষ থেকে ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩১ টাকা ৭৭ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) পাঁচ টাকা ৯৫ পয়সা।
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২২ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভ ৪৫ কোটি ৪৮ লাখ টাকা। শেয়ারসংখ্যা দুই কোটি ২৪ লাখ ৫৩ হাজার ২০০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৭ দশমিক ৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৯ দশমিক ৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৩ দশমিক ২৩ শতাংশ।