আর্থিক খাতের শেয়ার লেনদেন বেড়েছে

দেশের শেয়ারবাজারে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাতের শেয়ার লেনদেন বেড়েছে। ঈদ-পরবর্তী কার্যদিবসগুলোতে এ ধরনের শেয়ারে বিনিয়োগ বাড়ায় দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের পরিমাণ বাড়ছে। বিনিয়োগকারীদের
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সব ধরনের সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে ৬০ কোটি ৪৬ লাখ টাকা। ডিএসইতে আজ ৩২০টি কোম্পানির ১৩ কোটি ৬৮ লাখ ২৪৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৯৫ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৪৫৩ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৩টির।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১.০৯ পয়েন্ট কমে ৪৮৫২.০৮, ডিএস-৩০ মূল্যসূচক ৬.০৬ পয়েন্ট কমে ১৮৪৭.৯৭ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৫.১৮ পয়েন্ট কমে ১১৮০.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৪৮টি কোটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : গ্রামীণফোন, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক লিমিটেড, ফার কেমিক্যাল, বিএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি ও লংকাবাংলা ফাইন্যান্স।
দাম বাড়ায় এগয়ে থাকা ১০টি কোম্পানি হলো : জিএসপি ফাইন্যান্স, এল আর গ্লোবাল মি. ফা.১, পেনিনসুলা, বিডি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ডিবিএইচ ১ম মি. ফা., ফনিক্স ফাইন্যান্স, এনসিসিবি মি. ফা. ১, সাইফ পাওয়ার ও এমবিএল ১ম মি. ফা.।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : বিএসসিসিএল, ডিবিএইচ, ইবিএল এনআরবি মি. ফা., জুট স্পিনার্স, জাহিন টেক্সটাইল, প্রাইম লাইফ, নর্দার্ন জুট, বিচ হ্যাচারি, ফু-ওয়াং সিরামিকস ও ফার কেমিক্যাল।