লেনদেন বাড়লেও মূল্যসূচক পতন

দেশের উভয় শেয়ারবাজারে কয়েকদিন ধরে স্থিরাবস্থা দেখা যাচ্ছে। লেনদেন একই বৃত্তে আবর্তিত হচ্ছে। একদিন সূছক বাড়লেও আরেকদিন কমে। টানা তিন কার্যদিবস কমার পর আজ বুধবার কিছুটা বেড়েছে। তবে সূচক সূচক কমেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩২০টি কোম্পানির ১২ কোটি ৫৯ লাখ ৫ হাজার ৫০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২৭ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৩২৪ টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি ১ লাখ টাকা বেশি।
লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৪.৯৯ পয়েন্ট কমে ৪৭৯৬.৮২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১.৪২ পয়েন্ট কমে ১৮৩৬.২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে ১১৭৯.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৩০টির ও অপরিবর্তিত ছিল ৩২টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৮ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড এয়ার, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, অ্যাপোলো ইস্পাত, আমান ফিড ও ইউনাইটেড পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : কাশেম ড্রাইসেল, প্রথম প্রাইম মিউচুয়াল ফান্ড, মুন্নু স্টাফলার, ইবনে সিনা, ন্যাশনাল টিউবস, অরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও বিএসআরএম স্টিল।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : মেঘনা কনডেন্সড মিল্ক, মডার্ন ডায়িং, বিডি অটোকারস, মুন্নু সিরামিকস, প্রগ্রেসিভ লাইফ, লিগ্যাসি ফুটওয়্যার, এপেক্স ট্যানারি, আমান ফিডস, স্ট্যান্ডার্ড সিরামিকস ও অ্যারামিট সিমেন্ট।