ডিএসইতে লেনদেন বাড়লেও সূচক কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন বাড়লেও সূচক কমেছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস ডিএসইর সূচক কমল। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা দেখা গেছে।
ডিএসইতে আজ লেনদেন ৩১৭টি কোম্পানির ১০ কোটি ৪৯ লাখ ছয় হাজার ২৮১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২১ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৯৩১ টাকা, যা আগের দিনের চেয়ে ৭০ লাখ ১৬ হাজার টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত ছিল ৫৫টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৪৪.১৫ পয়েন্ট কমে ৪৭২৪.৫২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২০.৬৮ পয়েন্ট কমে ১৮০৬.২৯ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১১.১১ পয়েন্ট কমে ১১৬৫.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত ছিল ৫৫টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৮৫ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আমান ফিড, ন্যাশনাল ফিডস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ার, আলহাজ টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও ফার কেমিক্যালস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আমান ফিড, আনোয়ার গ্যালভাইনাইজিং, স্ট্যান্ডার্ড সিরামিকস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, নর্দার্ন জুট, এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, সিনোবাংলা, লিগ্যাসি ফুটওয়্যার ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : এসআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, এনএলআই প্রথম মিউচুয়াল ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় আইসিবি, এপেক্স ফুডস, জিল বাংলা সুগার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, শমরিতা হাসপাতাল, ইমাম বাটন ও ইস্টার্ন কেবলস।