বেশি দাম হারিয়েছে দুলা মিয়া কটন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার বেশি দাম হারানো কোম্পানির তালিকায় শীর্ষে ছিল দুলা মিয়া কটন। এ শেয়ারের দাম কমেছে ৯ দশমিক শূন্য ৯ বা ৭০ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ দিনভর এ শেয়ারের দাম সাত টাকা থেকে সাত টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৭ টাকায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় সাত টাকা ১০ পয়সা। কোম্পানিটির মোট এক হাজার শেয়ার চারবারে লেনদেন হয়েছে। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল সাত টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ আট টাকা ৫০ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০০৯ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
চলতি হিসাব বছরের জুলাই-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে এক কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল দুই কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা।
১৯৮৯ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৮ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩ দশমিক ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৮ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার রয়েছে।