পাঁচ কার্যদিবসে বাজার মূলধন কমেছে ০.৭৬%

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ছয় কার্যদিবসে সূচক কমেছে ৭২.১৩ পয়েন্ট। আর চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ৪.৮৩ শতাংশ ও বাজার মূলধন দশমিক ৭৬ শতাংশ কমেছে।
ডিএসইতে আজ বৃহস্পতিবার ৩১৮টি কোম্পানির আট কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৯৫৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৪৬ কোটি ৬২ লাখ ১৯ হাজার ১৭৫ টাকা, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ১৮ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১.৯৬ পয়েন্ট কমে ৪৪৫৫.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১.৩৮ পয়েন্ট কমে ১৭১৫.৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে ১০৯২.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত বৃহস্পতিরবার ডিএসইর প্রধান সূচক ছিল ৪৫১৯.৮৫ পয়েন্ট, যা আজ ৬৪.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪৫৫.২৮ পয়েন্টে।
এই সপ্তাহে ডিএসইতে দাম বাড়ায় এগিয়ে থাকা কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে হাক্কানী পাল্প, যার দাম বেড়েছে ৪৯.৮৪ শতাংশ। এ ছাড়া এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো স্টাইল ক্রাফট, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার, ডাকা ডায়িং, আনলিমা ইয়ার্ন, এএফসি অ্যাগ্রো, এইচআর টেক্সটাইল, মুন্নু সিরামিক ও তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড।
ডিএসইতে এই সপ্তাহে বেশি দাম হারানো কোম্পানির তালিকায় রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, জিকিউ বল পেন, আলহাজ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড এয়ারওয়েজ, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ ইন্স্যুরেন্স ও সোনালী আঁশ।
এ সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার। তবে এর দাম কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক লেনদেনের ৪ দশমিক ২১ শতাংশই ছিল এর। মূলত ক্যাটাগরি পরিবর্তন হওয়ায় এর লেনদেন এগিয়েছে। এ ছাড়া লেনদেনে এগিয়ে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, অলিম্পিক অ্যাকসেসরিজ, ইফাদ অটোস ও এএফসি অ্যাগ্রো বায়োটেক।
নতুন কোম্পানি হওয়ায় অলিম্পিক অ্যাকসেসরিজও এই সপ্তাহে ডিএসইর লেনদেনে বড় অবদান রেখেছে।